৭ এপ্রিল করোনা ভাইরাস ফুলবাগচালা হাগুড়াকুড়ি এর নতুন নিউস, - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, April 7, 2020

৭ এপ্রিল করোনা ভাইরাস ফুলবাগচালা হাগুড়াকুড়ি এর নতুন নিউস,


মধুপুরের ১০ নং ফুলবাচালা ইউনিয়ন এর বর্তমান পরিস্থিতি করোনা ভাইটাসের কারণে সাধারণ জনগণ হিমসিম খাচ্ছে।

পিরগাছা,হাগুড়াকুড়ি,কালিয়াকুড়ি,জামগাছা, বড়টাল,এই এলাকার লোকজন খুব আতঙ্কের মধ্যে আছে,,কারন হাগুড়াকুড়ি।

 

(T N O) নিজে এসেছিলেন।    আর নিজের মুখে বলেছেন যে, বিকেল পাঁচটার মধ্যে সমস্ত দোকান এবং বিকেলের বাজার পাচটার মধ্যে বন্ধ করতে হবে।



    সকল কাচা মালের বেচা কিনা শেষ করতে হবে এ কথা বলে(T N O) নিজে বলেছেন। তিনি আরও বলেছেন এই ইউনিয়নের মধ্যে। যে সব বড় বড় বাজার আছে তা বিকাল ৫ টার মধ্যে বন্ধ, না হলে তাদের বিরোদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

যদি বিকেল ৫ টার পরেও এলাকার লোক জন বাজারে কিংবা বাজারের আনাচে কানাচে দেখা যাই।  তাহলে সকল প্রকার দোকান বা বাজার লগ   ডাউন করে দেওয়ার কথা বলেছেন। (T N O) 


আজ হাগুড়াকুড়ি বাজারে (T N O)  এর কথা
অনুজরি সাধারন জনগনকে  মাইক দিয়ে ডেকে ডেকে  কাচা বাজার করে বিকাল ৫ টার আগে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাস যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি বৃদ্ধি পায়। তাহলে সাধারণ গ্রাম অন্চলে লগ ডাউন দেওয়া হবে এ কথাও বলেছেন
( T N O) নিযে।   

No comments:

Post a Comment

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...