আজকের তাজা খবর ৬ এপ্রিল ৪/২০২০ইং এর নতুন নিউস - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, April 7, 2020

আজকের তাজা খবর ৬ এপ্রিল ৪/২০২০ইং এর নতুন নিউস

করোনাই নতুন করে আক্রান্ত ৩৫ জন মৃত্যু ৩ জনের,


রাজধানী সহ ছড়িয়ে পড়েছে পনের জেলা। আগামী ৩০ দিন জুকি পুর্ণ্য   বললেন সাস্থ মোন্তী, এদিকে সকল মসজিদে বলেন। সরকারি নিদেশ না পাওয়া পর্যন্ত মসজিদে কেউ আসবে না। যার যার  বাসাই  নামাজ পড়তে বলেন। 

  মসজিদে জামাইতে  থাকবে শুধু ইমাম ও মোয়াজ্জেম ও খাদেম। 

 সংক্রমিত এলাকা পুরো পুরি লগ ডাউনের নিদেশ কঠর হতে বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে। ধর্ষণ ও হত্যার, কয়েডি ছাড়া বাকি কয়েডি দের মুক্তির বিষয়ে আলোচনা। 

এবং সন্ধ্যা ৭ টার মধ্যে কাচা বাজার ও সুপার সব বন্দের নিদেশ।  ঢাকাই ডোকতে পুলিশের বেপক পেরানো পেরি। 

চট্রগ্রামে প্রবেশ ও বের হতে নিশেদ আগ্গা,

এনিয়ে বাংলাদেশের  মৃত্যুর সংখ্যা ১২ জন। এছাড়াও আরো নতুন করে ৩৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়াই, আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।  শনিবার ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরের দিন এর সংখ্যা দিগুণ বেড়ে ১৮ জনে দাড়াই। সোমবার দুপুরে এর সংখ্যা পৌনছাই ৩৫ সে, যে ৩৫ জনের শরীরে করোনা পাওয়া যাই তাদের  মধ্যে পুরুষ ৩০ জন ৫ জন মহিলা।

এদিকে ২০১৯ সালে অতিতের সব রেকড, বেঙ্গ দেশে ডেঙ্গুতে আক্রান্তে সংখ্যা।  দাঁড়াই ১ লাখ মৃত্যুর সংখ্যা ১৭৯ জন চলতি বছরের  শুরু থেকেই ডেঙ্গু মশার উতপাদন । 

বছরের প্রথম ৩ মাসে ডেঙ্গুতবে আক্রান্তের সংখ্যা ২৭১ জন গত বছর এই সময়টাতে মোট   রোগির সংখ্যা ৭৩ জন করোনা ভাইরাসের প্রকটে মধ্যে বারমত  ভাবনা ডেঙ্গু।  

                      

No comments:

Post a Comment

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...