এস্টেরয়েড "১৯৯৮ OR2" - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Sunday, March 22, 2020

এস্টেরয়েড "১৯৯৮ OR2"

আল্লাহ আমাদেরকে এ গজব থেকে রহ্মা করুন।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এ বছর ২৯ শে এপ্রিল(৬ রমজান)পৃথীবির পাশ দিয়ে একটি এস্টেরয়েড যাবে।
এস্টেরয়েডটির নাম ১৯৯৮ OR2 এর ব্যাস ১৩.৫০০ ফুট,,,
  
(ঐ দিন ২৯ শে এপ্রিল  (৩ঃ২৬ PM)  বাংলাদেশের সময় এটা দেখা যাবে)  বিজ্ঞানীরা আশংকা করেছেন যে পৃথিবীতে আঘাত আনতে পারে এই এস্টেরয়েড। এটি আকাশে বিস্ফুরিত হলে  বিকট শব্দ হবে।

আবার হাদিসে পাওয়া যাই যে রাসুলুল্লাহ (সাঃ) বলেন কিয়ামতের আগে কোন এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে।এতে অনেক মানুষ বোবা,বধির,অজ্ঞান,হয়ে যাবে।


আবার আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন,তোমারা কি নিশ্চিত হয়ে গেছ যে,আসমানের যিনি রয়েছেন তিনি আমাদের উপর পাথর নিক্ষেপ করবেন নাহ,,
তখন তোমরা জানতে পারবে কি রুপ ছিল আমার সর্তকবানী।

সুরা আল মুলক(আয়াত-১৭)   
            সূরাঃ আল-মুলক  [67:17]
নিম্নে আয়াতটি তুলে দরা হলো,
أَمْ أَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ

বাংলা উচ্চার,,,
আম আমিনতুম মান ফিছছামাই আইঁ ইউরছিলা ‘আলাইকুম হা-সিবান ফাছাতা‘লামূনা কাইফা নাযীর।

অর্থ,
না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।

Or do ye feel secure that He Who is in Heaven will not send against you a violent tornado (with showers of stones), so that ye shall know how (terrible) was My warning?

3 comments:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...