আবেগি মনের কথা, - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Wednesday, March 18, 2020

আবেগি মনের কথা,

অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন, সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারে না।
জীবনে এমন কেউ থাকা উচিত,যে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে ।
প্রত্যেক ভালোবাসায় দুই জন সুখি হলেও তৃতীয় জন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম।
চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটা একটু খুজে নিতে,কিন্তু দুঃখের মেঘগুলো এতো কালো, যে তার মাঝে সুখের আলোটা আর খুজে পেলাম না।
সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু এই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি
লুকিয়ে হাঁসতে হয়।
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে,ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না,শুধু মুখ বুজে সহ্য করে নিতে হয়।
কাউকে প্রচন্ড ভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে,নিজেকে তখন তুচ্ছ আর সামান্য মনে হয়।
ভালোবাসা এমন না, যে আপনি খুজে নিবেন সময় হলে ভালোবাসা আপনাকে খুজে নেবে।
ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এবং নারিকেল অন্য নারি থেকে,আলাদা করে দেখে আর নারি ুক পুরুষকে অন্য পরুষ,এর থেকে আলাদা করে দেখে। 
প্রেমের আনন্দ থাকে স্বল্প ক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। 
জীবনে কিছু কিছু কথা থাকে,যা কখন ভুলা যাই না,কিছু কিছু প্রশ্ন থাকে  যার উত্তর কখনও মিলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না,কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না ।


হাই বন্ধুরা এই রকম ভালো ভালো পুষ্ট পেতে আমাদের এই পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে 
আমদের সাথেই থাকুন।

     

No comments:

Post a Comment

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...