পুরনো স্মৃতি - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, March 10, 2020

পুরনো স্মৃতি

এমন একটা সময় ছিল, তখন আমি অনেক ছুট ছিলাম। আমার দাদা,দাদি ,কাকা, কাকি,জেঠা,জেঠি ইত্যাদি। কেউ আমাদের দেখতে পারতো না। সবাই আমাদের হিংসা করতো । আমাদের ভালো তারা দেখতে পারতো না। আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করতো। যদিও ভালো ব্যবহার করতো, তাহলে তাদের  সারথের জন্য। আমার দাদা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো,কখনোই আমাদের ভালো চাইতো না। আমার গোসটির মানুষ সবাই, আমাদের সাথে হিংসা করতো। এক মাত্র পাসে ছিলো, আমার বিশ্বাস ও মনের বল,আমি ভাব তাম,যে এক দিন এমন সময় আসবে।  যে তারা আমাদের ডাকবে এবং কি আমাদের ছাড়া চলবে না। এই বেভে আমি আমার মনকে সান্ত  না দিতাম। এভাবে আমাদের জীবন অনেক কষ্টে কাটাতাম, যখনি আমরা দুই ভাই উচুতে উঠতে সুরো করলাম,ঠিক তখনি। আমার বাবাকে আমার দাদা ও কাকারা বললো,যে পোলা পান দের এতো লেখা পড়া করিয়ে কি হবে। জানিনা তখন বাবার কি হলো বাবা তাদের কথাই শাই দিলো,আমাদের দুই ভাই এর লেখা পড়ার খরচ দিতেন না। এমন করে অনেক দিন কেটে গেলো, বাবা কোনো টাকা দেই না। তখন আমি চিন্তা করলাম, যে আমাকে একটা ইনকাম সোস বের করতে হবে। এই ভাবে আমি কিছু কাজ করে টাকা ইনকাম করতা, এই ভাবে আমার লেখা পড়া চলছে। জানিনা আমি কত দুর যেতে পারবো।

5 comments:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...