এখানে অনেক মজা করলাম আমরা বন্ধুরা, এখানে না আসলে বুঝতেই পারতাম না।যে পৃথিবী আসলে কত সুন্দর,আসার পর মনে হলো যে আর আগে আসলে ভালো হতো।এখানে কত রঙের মেলা,না আসলে যানতেই পারতাম না।
এখানে শিশু পার্ক আছে।
এটা হলো শিশু স্বপ্ন পার্ক,এখানে শিশুদের মজা দেয়ার জন্য নানান ধরনের প্রানি আছে। এবং এখানে শিশুদের মজা দেয়ার জন্য রয়েছে টেনে, বাজ গাড়ি, ইত্যাদি ইত্যাদি রয়েছে।
(গজনি টাওয়ার)
এটা গজনি টাওয়ার এখান থেকে গজনীর সব কিছু দেখা যাই। এ টাওয়ারটি অনেক উচ্চতা, এখানে উঠলে মনটা অনেক হালকা লাগে। এখান থেকে গজনি সব কিছু দেখা যাই অনেক মজার টাওয়ার।
(গজনি)
(মিনি চিড়িয়াখানা)
এখানে বাচ্চাদের মজা দেওয়ার জন্য, অনেক প্রানি কোল রয়েছে। যেমনঃ
আরো অনেক প্রাণি আছে যা দেখে আপনাদের মন অনেক অনেক ভালো হবে। এখানে না গেলে আপনারা চিন্তাও করতে পারবেন না, যে এটা কত সুন্দর একটি যাইগা।এখানে গেলে আপনে আপনার মন হারিয়ে যাবে, অন্য এক জগতে।
এখানে গজনি সব কিছু দেওয়া আছে,কোন স্থানে কি রয়েছে সব এখানে আছে।
এখানে নানান দরেন জিনিস পাওয়া যাই।
গজনি অবকাশ শের পুর, আমরা সবাই মিলে গিয়েছিলাম অনেক অনেক মজা করলাম।আপনারা যেতে পারেন অনেক সুন্দর একটি জাইগা।
Supar
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteHm Amor jabo
ReplyDeleteHm Amor jabo
ReplyDeleteHm Amor jabo
ReplyDeleteNice
ReplyDelete