জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দোয়া? - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, April 5, 2022

জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দোয়া?

জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দোয়া?
আল-হারিস ইবনু মুসলিম আত্‌-তামীমী (রাঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্ণিতঃ তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে চুপে চুপে বলেন, যখন তুমি মাগরিবের সলাত হতে অবসর হয়ে সাতবার বলবেঃ اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ হে আল্লাহ্‌! আমাকে জাহান্নাম হতে রক্ষা করো। তুমি তা বলার পর ঐ রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম হতে মুক্তি লেখা হবে। আর যখন তুমি ফাজ্‌রের সলাত শেষ করবে তখনও অনুরূপ বলবে, অতঃপর তুমি যদি ঐ দিন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম হতে মুক্তি লেখা হবে।” মুহাম্মাদ ইবনু শু’আইব (রহঃ) বলেন, আবূ সাঈদ (রহঃ) আমাকে আল-হারিস (রাঃ) সূত্রে জানিয়েছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তা চুপে চুপে বলেছেন, যাতে আমি আমার ভাইদের নিকট তা বিশেষভাবে প্রচার করি। হাদীসের মানঃ যঈফ (দুর্বল হাদীস)। উল্লেখ্য যঈফ হাদীসের বর্ণনা হতে প্রাপ্ত বাক্যগুলো দ্বারা দুআ করা জায়েজ আছে যদি তাতে কোনো শিরকী কথাবার্তা না থাকে। সুনানে আবু দাঊদ ৫০৭৯, মুসনাদে আহমাদ ৫০৭৭, ইবনু হিব্বান

No comments:

Post a Comment

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...