বাংলাদেশের করোনার পরিস্থতি,কিছুটা পরির্বতন বাকি সব বিতরে। - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Monday, June 15, 2020

বাংলাদেশের করোনার পরিস্থতি,কিছুটা পরির্বতন বাকি সব বিতরে।

24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৯ টি 



গত 24 ঘন্টায় যা  নমুনা পরীক্ষা করা হয়েছে তা থেকে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন।

 শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ।
নমুনা পরিক্ষা হয়েছে এই পর্যন্ত ৫ লাক্ষ ১৬ হাজার ৫০৩ টি।

এ পর্যন্ত শনাক্ত হয়েছে  ৯০৬১৯ জন।


এই পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪ হাজার ৭৭ জন।

গত দিনের থেকে সুস্থার হার আজকে অনেক বেসি কারন ভিন্ন রোগে সুস্থ হয়েছে

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫.৫৫ শতাংশ।

গত 24 ঘণ্টাই মৃত্যুবরণ করেছেন ৩৮ জন।

এপর্যন্ত 1 হাজার ২০৯ জন, মৃত্যুবরণ করেছেন।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1 দশমিক ৩৩ শতাংশ।

যারা  মারাগেছেন,  তাদের মধ্যে পুরুষ ৩২ জন।

এবং নারী ৬ জন,



বয়স ভিত্তিক ভিবাচন
২১ থেকে ৩০ বছর বয়সের ৩ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সের ৩ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সের ৭ জন।
৫১ থেকে ৬১ বছর বয়সের ৫ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সের ১৫ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সের ৫ জন।

বিভাগ বিবেচনার
ঢাকা বিভাগের ১৮ জন,
এবং চট্টগ্রামে ১২ জন,
সিলেট বিভাগ ৬ জন ,
বরিশাল বিভাগে ১ জন,
রংপুর বিভাগে ১ জন,

মৃত্যুর স্থান অন্তর,
 হাসপাতালে মৃত্যুবরণ করেছেন  ২৫ জন ,
বাড়িতে মৃত্যুবরণ করেছেন 11 জন,
এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ২ জন,


No comments:

Post a Comment

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...