24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14 হাজার 690 টি
গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করা হয়েছে তা থেকে ৩ হাজার ১৪১ জন।
শনাক্তের হার 21 দশমিক ৬৫ শতাংশ।
এ পর্যন্ত শনাক্ত হয়েছে 87520 জন।
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 903 জন ।
এই পর্যন্ত সুস্থ হয়েছে 18 হাজার 730 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21 দশমিক 4.0 শতাংশ।
গত 24 ঘণ্টাই মৃত্যুবরণ করেছেন 32 জন।
এপর্যন্ত 1171 জন মৃত্যুবরণ করেছেন।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1 দশমিক 34 শতাংশ।
যারা মিথ্যে করেছেন তাদের মধ্যে পুরুষ 27 জন।
এবং নারী 5 জন,
বয়স ভিত্তিক ভিবাচন
২১ থেকে ৩০ বছর বয়সের এক জন।
৩১ থেকে ৪০ বছর বয়সের এক জন।
৪১ থেকে ৫০ বছর বয়সের ৬ জন।
৫১ থেকে ৬১ বছর বয়সের ১০ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সের ৯ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সের ২ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সের ৩ জন।
বিভাগ বিবেচনার
ঢাকা বিভাগের 16 জন,
এবং চট্টগ্রামে 11 জন,
সিলেট বিভাগ দুইজন ,
বরিশাল বিভাগে একজন,
রংপুর বিভাগে ১ জন,
মমিশিং বিভাগের একজন ,
মৃত্যুর স্থান অন্তর,
হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন ,
বাড়িতে মৃত্যুবরণ করেছেন 11 জন,
এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন,
No comments:
Post a Comment