২১ এপ্রিল ৪/২০২ ইং করোনার আবডেট নিউস, - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, April 21, 2020

২১ এপ্রিল ৪/২০২ ইং করোনার আবডেট নিউস,

বাংলাদেশে নতুন করে করোনাই আক্রান্ত ৪৩৪ জন

  দেশে আরো নতুন করে করোনা ভাইরাসে আকআক্রান্ত হয়েছেন ৪৩৪ জন
এবং আরো নতুন করে মারা গেছেন ৯ জন ।
 এই নিয়ে মোট প্রণহানি ১১০ জন,
এবং বাংলাদেশে  মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৩৮২ জন।

নতুন করে সুস্থ্য হয়েছেন আরো ২ জন, এই নিয়ে মোট সুস্থের সংখ্যা মোট ৮৭ জন।
   

এবং গত ২৪ ঘণ্টাই নমুনা পরীক্ষা করা হয়েছে    ২৯৩৪ জন।

যানিনা এই মহামারি করোনা ভাইরাস আর কত দিন থাকবে।
আমরা মানুষরা এখন কোন পরিবর্তন আনতে পারছি না। আমরা কেমন মানুষ মৃত্যুকে ভয় পাইনা আমাদের কি হয়েছে মৃত্যুকে ভয় করি না।

এখন সময় আছে আমরা আল্লাহর পথে ফিরে আসি।
আল্লাহর কাছে ক্ষমা চেয়ে     ভয়ানক  মহামারি করোনা ভাইরাস   থেকে পানাহার চাই। আল্লাহ তায়ালা  অসিম ক্ষমতার মালি।
আল্লাহর কাছে   ক্ষমা চাইলে আমাদের অবশ্য ক্ষমা করে দিবেন। (আমিন)   

1 comment:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...