বিবাহের উক্তি - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Sunday, March 8, 2020

বিবাহের উক্তি

আমরা ভাবি যে বিয়ে করতে হলে, নিজের পায়ে দাড়াতে হবে। কিন্তু আমরা কবে নিজের পায়ে দাড়াবো, লেখা পড়া শেষ করে, যে দিন একটা ভালো জব খোজে পাবো। সে দিন কবে আসবে, যে নিজের পায়ে দাড়াতে পারবো। কিন্তু বয়স ত আর নিজের জন্য বসে থাকবে না, কবে লেখা পড়া শেষ হবে কবে নিজের পায়ে দাড়াতে পারবো। নিজেই যানিনা এদিকে ত বয়স বাড়তে আছে, তোমার তখনি বিয়ে করা উচিত হবে। যখন তোমার যৌবন হবে। আর তাতে তুমি পাপ কাজ থেকে দুরে থাকবে, যখন তোমার যৌবন খুঁজে পাবে। তখন তোমাকে শয়তান দুকা দিতে থাকবে। মন বলবে যে ওই মেয়েটা খুব সুন্দর, তার সাথে একটু প্রেম করা যাবে। কিংবা কখনো কখনো মনে হবে, যে মেয়েটির সাথে জিনা করি। শয়তানের দুকাই পরে, অনেক পাপ কাজ করে ফেলতে পারি। তাই আমাদের চিন্তা করতে হবে। যে আমি এখন কি করে টাকা উপার্জন, করতে পারবো। আর রিজিকের মালিক ত আল্লাহ তায়ালা,আর তিনি নিজে গসনা করে দিয়েছেন । যে ছেলে মেয়ে যৌবন হলে, তাদের বিবাহ দিতে হবে। তাতে শয়তানের কবল থেকে বাচা যাবে, এবং কি সময় মত বিয়ে করলে অনেক উপকার হয়। যেমন=1 জিনা থেকে  মোক্ত থাকা যাই এবং শয়তানের কবল থেকে  বিরত থাকা যাই ইত্যাদি, বিবাহ উপকারিতা।

4 comments:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...