কিছু অনুভুতি - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Wednesday, March 4, 2020

কিছু অনুভুতি

মাঝেমাঝে নিজেকে খুবই অর্থ হিন। মনে হয় এই বিশাল পৃথিবীতে আমার কোন মূল্য নেই। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে কিংবা মন চায় নিজেকে গুটিয়ে ফেলতে,সব কিছুর আড়ালে চলে যেতে। কিন্তু তখন নিজেকে শেষ করে দিলেই কি সব সমস্যার সমাধান হবে?
না হবে না। সব কিছু চলবে নিজ নিজ গতিতে ধীরেধীরে ভুলে যাবে সবাই কেউ মনে রাখবে না বা রাখার চেষ্টাও করবে না।
এক মাত্র তোমার মা ছাড়া কেউ, তোমার জন্য চোঁখে পানি ফেলবে না।কিছুটা সময় কষ্ট পাবে তোমার বাবা।কিন্তু তোমার মা সারা জীবন তোমার জন্য কাঁদবে। সবাই দুরে সরে যাচ্ছে তার নিজের মতো করে বাঁচতে। কিন্তু কেউ আখের রাতের কথা চিন্তা করে না।
জীবনটাই হয়তো এমনি। শুধুই হারানোর খেলা, কিছু পাওয়া তো কিছু দিন পর হারিয়ে ফেলা,আর সেই হারিয়ে ফেলার কষ্ট বুকে কবর দিয়ে রাখ। সেখানে তিলেতিলে নিঃশেষ হয়ে যাবে কিছু অসম্পুন স্বপ্ন কেউ জানতেও পারবে না তার কথা। হয়তবা সবার জীবনে এমন হয় না, কিন্তু এমন অনেক মানুষ আছে। যারা আমার মতো কষ্টে বেচে আছে। আমার সব চেয়ে ভালো বন্ধু গুলো আমাকে কষ্ট  দিয়েছে। এবং তারাই আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি তাদের কথা ভেবে হয়তো সবার আড়ালে কিছু অশ্রু বিসর্জন করবো কিন্তু অল টাইম একটা
কথাই বলবো.....
ভালো থাকুস তোরা......
জীবনের এমন একটা পর্যায়েই এখন পৌঁছে গেছি। আর এমন পরিস্হিতি একটা শিহ্মাই দিচ্ছে জীবনে  আআর ফ্রেন্ডশিফপ করিস না যাত দুরে, চলে যেতে না পারে আর তুই কস্ট না পাশ।
আমি তোদেরকে খুব ভালবাশিরে। কখনই ভূলব না তোদের।

শুনব কামনা রাইলে।

9 comments:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...