জীবনের গল্প। - Bibaran

Latest

ইসলামিক পেইজ

Tuesday, March 3, 2020

জীবনের গল্প।

আমার এমন একটা সময় ছিল যখন আমার পাসে কেউ ছিলো না ছিলো শুধু আমার মা, আমার মা এমনও সময় গেছে। আমার মা না খেয়ে আমাকে খাওয়াতেন আর এ-ই মাকে আমরা কষ্ট দেয় একটি বার ভেবে দেখেছ তোমাকে সব চেয়ে কে বেসি ভালোবাসে বন্ধু বল কিম্বা ভাই বল এবং কি তোমার আদরের Wife বল কেউ তোমাকে। তোমার মা এর মত ভালোবাসবে না, তুমি কি জানো যখন তুমি খুব ছুট ছিলে তখন তুমি মা এর কোলে বসে পেটশাব করে দিতে তখন মা আদর করে বলতো ওরে আমার সোনা মনি তোমার ঠান্ডা লাগতাছে। মা নিজে  কষ্ট করে তোমাকে সুস্থ রাখতো।

7 comments:

Featured Post

বিশ্বের টুকিটাকি জানা-অজানা সাধারণ জ্ঞান

#বিশ্বের #টুকিটাকি #জানা-অজানা #সাধারণ জ্ঞান প্ৰঃ আল্লাহ পাক কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন? উঃ (১) শনিবার মাটি সৃষ্টি করেছেন। জ্বীন ...